শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কার্তিকে মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাত হিমেল হাওয়ায় শীতের আমেজ

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মধ্য-কার্তিকে দেশের অনেক জায়গায় আকাশ মেঘলা থেকে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সাথে গুঁড়ি গুঁড়ি ও হালকা বৃষ্টিপাত হয়। তবে কয়েক স্থানে মাঝারি বর্ষণ হয়েছে। বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়ায় শীতের আমেজ পাওয়া যাচ্ছে। গতকাল (সোমবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজার হাটে ৫৮ মিলিমিটার। এ সময় ঢাকায় অল্পস্বল্প বৃষ্টি হয়, নেত্রকোণায় ১৬ মিমি, চট্টগ্রামে ৪ মিমি, ফেনীতে ৪৪ মিমি, সিলেটে ৭ মিমি, রংপুরে ৩৫ মিমি, ভোলায় ৯ মিমি বৃষ্টিপাত হয়েছে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফেনীতে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ও ২১.৯ ডিগ্রি সে.।
এদিকে আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। আগামী ২ দিনে আবহাওয়ার উন্নতি হতে পারে। এর পরের ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন