রাজশাহীর তানোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার তানোর পৌর এলাকার কালীগঞ্জহাটে তানোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। তানোর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আসমা সরকারের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আসমা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আনারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আকতার, তানোর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ওহাব সরদার, ওয়াজেদ আলী, সবুজ সরকার ও মাকসুদুজ্জামান ওরফে টুটুল প্রমুখসহ অসংখ্যক নেতাকর্মী ও সমর্থক। এ সময় দলীয় কার্যালয়ে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন