রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাপ্তাইয়ে বশিউক এলপিসির নির্বাচনে ব্যাপক প্রচারণা

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বশিউক) ও লা¤¦ার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৯ নভে¤¦র সামনে রেখে শিল্পনগরীসহ এলাকায় প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। নির্বাচন কমিশন তীর্থজিৎ রায় বলেন, সাতটি পদের জন্য ১৭ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন। নামকরা এ প্রতিষ্ঠানে বর্তমানে মোট ভোটার হলেন ৫৫ জন। এরমধ্যে সভাপতি পদে তিনজন প্রার্থী যারা প্রতিদ্ব›িদ্বতা করছেন তারা হলেন- মো. আনোয়ার হোসেন প্রতীক (চেয়ার), আহম্মদ আলী (হারিকেন), মো. ইউসুফ (ছাতা), সহ-সভাপতি পদে চারজন মো. ফরহাদ হোসেন (টেবিল), কবির আহম্মদ (তালা), ফারজানা ইয়াসমিন (প্রজাপতি), নাইমুল হাসান (দেয়ালঘড়ি), সাধারণ সম্পাদক দুইজন মো. আইয়ুব আলী (বাঘ), মো. মফিজ উদ্দিন (হাতী) সহ-সাধারণ সম্পাদক দুইজন মো. শাহ আলম বাহার (টিউবওয়েল), মো. হানিফ (মই), সাংগঠনিক সম্পাদক দুইজন মো. আবুল হোসেন শামীম (কলম), পুর্ণেন্দু মল্লিক (বই), কোষাধ্যক্ষ দুইজন পলাশ কুমার বড়ুয়া (মোমবাতি) মো. আব্দুল্লাহ আলী ইব্রাহিম (কলসি) এবং কার্যকরী সদস্য পদে দুইজন জয়নাল আবেদীন মনির (আম) ও সুকুমার (আনারস) পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচন বাঘে এবং হাতির মধ্যে লড়াই হবে, অন্য দিকে চেয়ার ও ছাতার মধ্যে প্রতিদ্ব›িদ্বতা চলবে বলে প্রার্থীরা মত প্রকাশ করেন। এদিকে সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী মফিজ উদ্দিন বলেন, নির্বাচনে জয়যুক্ত হলে করপোরেশনের উন্নয়ন এবং শ্রমিকদের দাবি পূরণ করা হবে বলে উল্লেখ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন