রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

খালেদার কক্সবাজার সফরে সৃষ্ট জনজোয়ারে দিশেহারা সরকার

গাড়িবহরে হামলায় উত্তাল বগুড়া

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 কক্সবাজার রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বগুড়া। হামলার খবর প্রচারের পর থেকেই বগুড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ, প্রতিবাদ ও সমাবেশ করে চলেছে। এরই প্রেক্ষিতে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে বিএনপি বগুড়া জেলা কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ শরীফ মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপিসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান বলেন, প্রতিপক্ষের ওপর হামলা চালানো আওয়ামী লীগের পুরনো অভ্যাস, এটা নতুন কিছু নয়, যুগে যুগে ওরা এভাবেই প্রতিপক্ষকে দলন পীড়ন করেছে। কিন্তু এই হামলা মোকাবেলা করেই বিএনপি এগিয়ে যাবে, কেউ আমাদের অগ্রযাত্রা রোধ করতে পারবে না।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাহমুদ শরীফ মিঠু বলেন, খালেদা জিয়ার কক্সবাজার যাত্রাকালে পথে পথে যে জনজোয়ার দৃশ্যমান হয়েছে, তাতেই দিশেহারা হয়ে পড়েছে সরকার ও সরকারি দল। তাই মিডিয়ার গাড়িতে হামলা করেছে, যেন মিডিয়া ভয় পেয়ে খালেদা জিয়াকে ঘিরে সৃষ্ট জনজোয়ারের সচিত্র সংবাদ প্রচার না করে। সমাবেশে বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন