শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নোয়াখালীতে ওষুধ কারখানা সিলগালা

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সদর উপজেলা চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে একটি অবৈধ ও নকল ওষুধ কারখানা সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে ওষুধ কারখানাটি সিলগালা করা হয়। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
র‌্যাব জানায়, চরমটুয়া ইউনিয়নের খরিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত আলাক্সা ফার্মাসিটিক্যাল নামের ওষুধ কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানায় কোনো বৈধ লাইসেন্স ও আমেরিকা, ইংল্যান্ড এবং ভারতসহ বিভিন্ন দেশের ওষুধের ব্রান্ড নকল করে ওষুধ তৈরির অপরাধে কারখানা থেকে ছয়জনকে আটক করে। এসময় বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইয়াছিন আরাফাতের উপস্থিতিতে কারখানাটি সিলগালা করা হয়। র‌্যাব-১১, ল²ীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন