শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তাড়াইলে প্রবল বর্ষণে রাস্তা ভেঙে চরম দুর্ভোগে এলাকাবাসী

তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের শান্তিনগর এলাকায় সূতি নদীর পাড় ঘেষে যাওয়া রাস্তা গত সপ্তাহের টানাবর্ষণে ভেঙে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। চরম ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীসহ কয়েক গ্রামের মানুষ।
জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের দক্ষিণে সূতি নদীর পূর্ব পাড় ঘেঁষে যাওয়া চলাচলের একমাত্র মাধ্যম ওই রাস্তাটি ভেঙে যাওয়ায় শান্তিনগর এলাকায় বসবাসরত লোকদের হাটবাজারসহ দৈনন্দিন কাজে বিঘœ ঘটছে। এ ছাড়াও সদর ইউনিয়নের সাচাইল, পাইকপাড়া, পংপাচিহা, জালধোয়া ও দিগদাইড় ইউনিয়নের ল²ীপুরসহ কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করেন শান্তিনগরের ওই রাস্তা দিয়ে। অনেকের এ রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তাও নেই। তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা, সহিলাটি উচ্চ বিদ্যালয়, সহিলাটি আবদুল হালিম হোসাইনীয়া দাখিল মাদরাসা, তাড়াইল মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ এবং কয়েকটি প্রাইভেট স্কুল ও মহিলা মাদরাসাসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াত করে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীসহ এলাকার লোকজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন