শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চৌদ্দগ্রামে চাঁদা না দেয়ায় ডেইরী ফার্মে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর-লুটপাট

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে দাবিকৃত চাঁদা না দেয়ায় মানহা ডেইরী ফার্মে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দূর্বৃত্তরা। এঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মঈন উদ্দিন চৌধুরী।
মামলা সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরা গ্রামে দেড় বছর আগে মানহা ডেইরী ফার্ম স্থাপন করে বিভিন্ন প্রজাতির গবাদি পশু পালন করে আসছে মঈন উদ্দিন চৌধুরী। এতে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় সানিমুল আজিজ চৌধুরীর নেতৃত্বে শিপন, হান্নান, হানিফ, সজল পাল, আনিছ দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। এনিয়ে গত ২৩ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। এতে ক্ষীপ্ত হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় আবারও সানিমুল আজিজ চৌধুরীর নেতৃত্বে দূর্বৃত্তরা মানহা ডেইরী ফার্মে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ঢুকে এক লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় দূর্বৃত্তরা মঈন উদ্দিন চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরবর্তীতে দূর্বৃত্তরা ফার্মের সিসি ক্যামেরা, প্লাস্টিকের চেয়ার, সোফা, স্টিলের আলমিরা, খাট, টেবিল, টিনের বেড়া ও পানির ট্যাংকি ভাংচুর চালিয়ে আট লাখ টাকার ক্ষতি সাধন করে। এরমধ্যে তারা ফার্মের অফিস কক্ষে থাকা নগদ এক লাখ সত্তর হাজার টাকা, একটি কম্পিউটার, একটি টিভি, মঈন উদ্দিন চৌধুরীর পকেট থেকে নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত মঈন উদ্দিন চৌধুরীর চাচা সোহাগ মোর্শেদ চৌধুরীর চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ব্যবসায়ী মঈন উদ্দিন চৌধুরীকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Moinul ৩ নভেম্বর, ২০১৭, ১২:৪৮ এএম says : 0
ধন্যবাদ ভাই...
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন