রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জয়পুরহাটে বিআরটিএর ভুয়া লাইসেন্সসহ প্রতারক আটক

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জয়পুরহাটে বাংলাদেশ রোড টান্সপোর্ট অথিরটি (বিআরটিএ)র ভূয়া লাইসেন্স করে দেওয়ার অপরাধে আমিনুর ইসলাম (৩৮) নামে এক প্রতারককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার দুপুরের বিআরটিএর চত্ত¡র এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আমিনুর পারুলিয়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে ও জয়পুরহাট জেলা আইনজীবি সমিতির মহুরী।
এনএসআই অফিস সূত্রে জানা যায়,পাঁচবিবির আতাউর রহমান নামে এক ব্যক্তি আমিনুরের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স করে নেয়,সম্প্রতি রাস্তায় চিকিং এর সময় ট্রাফিক সার্জেন্ট তার লাইসেন্সটি দেখে তা বিআরটিএ থেকে পরীক্ষা করে নিতে বলেন। আতাউর আমিনুরকে সঙ্গে নিয়ে বিআরটিএ অফিসে এসে পরীক্ষা করে নেওয়ার পর তা ভূয়া বলে প্রমাণিত হওয়ার পর তাদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে সেখানে এনএসআই এর সদস্যরা উপস্থিত হলে ঘটনাটি শোনার পর আমিনুরকে ধরে পুলিশে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে পরে সদর থানায় একটি মামলা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোমিনুল ইসলাম জানান, বিআরটিএর পরিদর্শক মানস কুমার চক্রবর্তী বাদী হয়ে আমিনুরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন