রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গার্মেন্টস শ্রমিকের মহানুভবতা

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের কৃষক পরিবারের সন্তান আলাউদ্দিন। বয়স আঠাশের কোটায়। বাবা সুজাউদ্দিন অনেক বছর আগে ইন্তেকাল করেছেন। বাবা মারা যাওয়ার পর অষ্টম শ্রেণী পর্যন্ত কষ্ট করে লেখাপড়া চালাতে পেরেছিলেন তিনি। তারপর সংসারের টানাপড়েনে জীবিকার সন্ধানে আলাউদ্দিনকে পা রাখতে হয় রাজধানী ঢাকায়। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অবশেষে ঠাঁই মেলে গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির স্বল্প বেতনের একটি অংশ ব্যয় করেন তার এলাকার অসহায় মানুষদের পেছনে, মানবতার কল্যাণে, সমাজের কল্যাণে। প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবাদের আর্থিক সহযোগিতা করেন আলাউদ্দিন। দুই ঈদ ও শবে বরাতের আগে এলাকার অসহায় মানুষেরা আলাউদ্দিনের আগমনের অপক্ষোয় থাকেন। আলাউদ্দিনের দেয়া অর্থ সহযোগিতা হয়তো বা অনেকটাই কম, কিন্তু আলাউদ্দিনকে কাছে পাওয়া এলাকার মানুষদের কাছে অনেক বড় আনন্দের, অনেক খুশির। ঈদে গরিবদের মাঝে সেমাই, চিনি ও টুপি বিতরণ করে থাকেন তিনি। শিশুদের নুতন পোশাক কিনে দেন এই গার্মেন্টস শ্রমিক। পিপাসা দূর করতে রোদে মাঠে কৃষকদের মুখে তুলে দেন কোমল পানীয় মিষ্টি শরবত।
২০০৭ সাল থেকে আলাউদ্দিন মানবসেবায় নিয়োজিত। তিনি শীতকালে যখনই ছুটি পেয়ে বাড়িতে আসেন, তখনই প্রতিবন্ধী অসহায় শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে অনুষ্ঠান হয় চড়–ইভাতির। সব খরচ এই গার্মেন্টস শ্রমিক আলাউদ্দিনের। বাল্যবিয়ে না দেয়ার জন্য মাদের নিয়ে ওঠানবৈঠক, মাদকের কুফলসহ নানা বিষয়ে আলাউদ্দিন বেঠক করেন এলাকার মানুষদের নিয়ে। স্কুল-কলেজে পড়য়াদের ইভটিজিং প্রতিরোধেও তার ভ‚মিকা রয়েছে অনেক। নিজ অর্থায়নে এলাকার মানুষদের টয়লেট তৈরি করা এবং টয়লেট পরিষ্কার করে দেয়ার কাজও করে থাকেন আলাউদ্দিন। স্যানেটারি ল্যাট্রিন ব্যবহারের সুফল সম্পর্কে এলাকার মানুষদের নিয়ে আলাউদ্দিন সেমিনার করে বুঝিয়েছেন। গণমাধ্যম কর্মীদের স্বাধীনতার দাবিতে মানববন্ধন করেছেন আলাউদ্দিন। অমর একুশে বই মেলায় তাকে নিয়ে লেখা বই ‘সত্যিকারের মানুষ’ সকলের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। হাওয়ালখালি গ্রামের মানুষদের কাছে এখন আলাউদ্দিন একটি নাম, এক মাহনুভবতা। ছোট বেলায় বাবাকে হারিয়ে মা ও দু’বোনকে সাথে নিয়ে জীবন সংগ্রামে লড়েছেন আলাউদ্দিন। এ সংগ্রাম চলছে আজও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন