সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ তাঁতী লীগ নেতা আটক

| প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ এক তাঁতী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন রিপন নামের ওই নেতাকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই রাতে মাইজবাগ এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ এক তরুণকে আটক করে পুলিশ। জানা যায়, পৌর সদরের কাকনহাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে তাঁতী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপনকে শুক্রবার রাতে ৩০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। গত কিছুদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ায় পুলিশের নজরদারিতে ছিল রিপন। শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ থানার এসআই সজীব ঘোষের নেতৃত্বে একদল পুলিশ ৩০ পিস ইয়াবাসহ কাঁকনহাটি এলাকা থেকে তাকে আটক করে। এদিকে একই দিন মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামের আবদুল মান্নানের ছেলে মাজহারুল ইসলামকে (১৯) ১০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। গতকাল শনিবার আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা শেষে ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈশ্বরগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল পৌর এলাকার দত্তপাড়া জোবেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়াম, পৌরমেয়র মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুস ছাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম ভ‚ঁইয়া মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকিউল ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন