রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মার্চে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন : মাহবুব তালুকদার

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আগামী বছরের মার্চ, এপ্রিল অথবা মে মাস সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনের প্রি রিহার্সেল। কাজেই, এ নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। গতকাল রোববার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মার্ট কার্ড নিয়ে বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিত সিংহ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের হাতে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড তুলে দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন