রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিশিরে শীতের বার্তা

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশের আবহাওয়া এতটাই বদলে গেছে যে, এখন আর গ্রীম্ম, বর্ষা কিংবা শীতের মতো প্রধান ঋতুর আচরণ কখন কী হবে আঁচ করাও সম্ভব নয়। প্রকৃতিকে ধ্বংস করে দিয়েছে মানুষ্যসৃষ্টি জলবায়ূ বিপর্যয়। সে কারণে পুরো অক্টোবর মাসে শীতের কোনো লক্ষণই দেখা যায়নি।
বিলম্বে হলেও নভেম্বর শুরুতে অবশেষে শীতের উত্তরে হাওয়ার কাঁপন লেগেছে বৃক্ষপত্রালিত। জমতে শুরু করেছে সকাল-সন্ধ্যায় বিন্দু বিন্দু শিশির। উত্তরাঞ্চলের সবুজ পাতার বুকে কিংবা ঘাসের ডগায় টলমল করা শীতের শিশির বিন্দুর নান্দনিক সৌন্দর্য দৃশ্যমান না হলেও গ্রামবাংলায় চিরল চিরল ধানের পাতায় শিশির বিন্দু ইতিমধ্যে জানান দিয়েছে-শীত আসছে।
শীতের আমজে টের পাওয়া যাচ্ছে ভোরবেলার কুয়াশাচ্ছন্ন আকাশ-চরাচরে, টের পাওয়া যাচ্ছে সন্ধ্যা নামার পর হালকা ঠাগুা বাতাসেও। সচ্ছল-বিত্তবান যারা তারা এরই মধ্যে নানা রঙের শীতবস্ত্র নাড়াচাড়া শুরু করেছেন। আয়োজন চলছে শীতের খাবার আর পোশাক-আশাকের প্রস্তÍতি নিয়ে। কেউ কেউ লেপ-কম্বলের প্যাকেটও এর মধ্যে নিশ্চয়ই খুলছেন। তার মানে শীত আসছে। তবে যথারীতি শহর-নগরের ফুটপাতবাসী দরিদ্রদের কাছে সৌন্দর্যের বদলে আতঙ্কটাই বড় হয়ে দেখা দেবে এ শীতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন