শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শাকিব ও অপুর সংসার ভাঙা এখন সময়ের ব্যাপার

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৪ এএম, ৮ নভেম্বর, ২০১৭

শেষ পর্যন্ত কি অপু বিশ্বাস ও শাকিবের সংসার ভেঙ্গে যাচ্ছে? এমন প্রশ্ন এখন চলচ্চিত্রাঙ্গণে। অনেক দিন ধরেই তাদের বিচ্ছেদের গুঞ্জণ চললেও গত শনিবার এ নিয়ে শাকিবের বক্তব্য গুঞ্জণটিকে আরো জোরালো করে তুলেছে। শাকিব বলেছেন, যখন হবে, তখন তো সবাই জানতে পারবেন। এ নিয়ে এখন আগ বাড়িয়ে কথা বলার কিছু নেই। আবার অপু বিশ্বাস বলেছেন, এ বিষয়টি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আর কথা বাড়াতেও চাই না। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। যেহেতু মাথা ব্যথা নেই, সেটি নিয়ে কিছু বলারও প্রয়োজন বোধ করছি না। যা হওয়ার হচ্ছে, হোক। দুজনের এ বক্তব্য থেকে আঁচ করা যায়, তাদের সংসার ভাঙা এখন সময়ের ব্যাপার মাত্র। ইতোমধ্যে শাকিব নাকি বিচ্ছেদের প্রক্রিয়া নিয়ে আইনজীবীর সঙ্গেও আলাপ করেছেন। যদি তাই হয়, তবে শাকিব ও অপুর সংসার ভাঙা প্রায় নিশ্চিত। উল্লেখ্য, শাকিব ও অপু বিশ্বাস তাদের বিয়ের খবর গত নয় বছর ধরে গোপন রেখেছিলেন। এরপর চলতি বছরের ১০ এপ্রিল অপু শাকিবের ছেলেকে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে বিয়ের কথা প্রকাশ করেন। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাহাম খান জয়ের। এখন ছেলেকে নিয়ে রাজধানীর নিকেতনের বাসায় অপু তার পরিবারের সঙ্গে শাকিবকে ছাড়াই আছেন। গত ২৭ সেপ্টেম্বর শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের প্রথম জন্মদিনেও তাাদের একত্রে দেখা যায়নি। শাকিব এখন সিনেমার শূটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন । অন্যদিকে অপুও ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন সিনেমা কাঙ্গাল’র শূটিং শুরু করবেন তিনি। এতে তার নায়ক হিসেবে থাকছেন ডিএ তায়েব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
আরমান ৬ নভেম্বর, ২০১৭, ২:২৪ এএম says : 2
এসব বিষয় নিয়ে নিউজ না করাই ভালো
Total Reply(0)
Khorshed Alom ৬ নভেম্বর, ২০১৭, ১:০৮ পিএম says : 0
রাইট
Total Reply(0)
Jashim Uddin ৬ নভেম্বর, ২০১৭, ৪:৩৯ পিএম says : 1
যখন হবে, তখন তো সবাই জানতে পারবেন।
Total Reply(0)
bokul hasan ৬ নভেম্বর, ২০১৭, ৪:৪৩ পিএম says : 1
gopone 9 year ar open e 9 month o gelo na ?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন