চাঁদপুর জেলা সংবাদদাতা : ৭ নভেম্বর সৃষ্টি হয়েছে বলেই দেশের গণতন্ত্র রক্ষা পেয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চাঁদপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভায় এ মন্তব্য করেন নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শহরের নতুন বাজারে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান ভ‚ঁইয়া। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক কাজী গোলাম মোস্তফা, খলিলুর রহমান গাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খান।
নেতৃবৃন্দ বলেন, ৭ নভেম্বর জাতির জন্য এক স্মরণীয় দিন। ১৯৭৫ সালের এ দিনে সংঘটিত সিপাহি ও জনতার বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করে আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করে। এদিন সিপাহী-জনতা এক হয়ে ঢাকা সেনানিবাসের বন্দীদশা থেকে তৎকালীন সেনাপ্রধান ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে মুক্ত করেন। পরবর্তিতে জিয়াউর রহমান বাকশাল ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করেন। এজন্য দেশের মানুষ জিয়াউর রহমানকে বহুদলী গণতন্ত্রের প্রবক্তার সম্মান দিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন