বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নীলফামারীতে বাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আজ

| প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) থেকে নজির হোসেন নজু : নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন আজ ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচার-প্রচারণা গত রাত থেকে শেষ। নির্বাচনকে ঘিরে জেলার ছয় উপজেলার পরিবহন শ্রমিকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। শহরের নিয়ামতপুরস্থ সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে প্রধান কার্যালয় হওয়ার সুবাদে প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত রঙিন পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। ত্রি-বার্ষিক এ নির্বাচনে সংগঠনের মোট দুই হাজার ৫৮৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা উপ-কমিটি গঠন করা হয়েছে। আর এ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার (ভ‚মি) পরিমল কুমার সরকার। কমিটির অন্য দুইজন সদস্য হলেন- সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মশিউর রহমান।
উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম জানান, ৮ নভেম্বর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে কার্যকরী পরিষদের মোট ১৮ পদে সর্বমোট ৫১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এদের মধ্যে সভাপতি পদে তিনজন হলেন- বর্তমান সভাপতি মো. আখতার হোসেন বাদল, মো. জাহাঙ্গীর আলম ও মো. জিকরুল হক। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতায় অবতীর্ণ হচ্ছেন দুইজন। এরা হলেন- বর্তমান সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন ও মোহাম্মদ আলী । এ ছাড়াও কার্যকরী সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে দুইজন, যুগ্ম সম্পাদক পদে তিনজন, সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে তিনজন, সড়ক সম্পাদক (আন্তঃ জেলা রুট) পদে তিনজন, সড়ক সম্পাদক (অভ্যন্তরীণ রুট) পদে দুইজন, প্রচার সম্পাদক পদে তিনজন, সমাজ কল্যাণ সম্পাদক পদে তিনজন, সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন, ক্রীড়া সম্পাদক পদে চারজন এবং কার্যকরী সদস্যের তিনটি পদে ১০ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন