বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নাঙ্গলকোটের তিলিপ দরবারে মাহফিল আজ শুরু

| প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লা নাঙ্গলকোটের তিলিপ দরবার শরীফে আজ বুধবার থেকে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিল। ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে আশেকান, ভক্ত, মুরিদানদের আগমন ঘটেছে তিলিপ দরবারে। মাহফিলের প্যান্ডেল, মঞ্চসহ আনুসঙ্গিক সকল কাজ সম্পন্ন হয়েছে। তিলিপ দরবার শরীফের মরহুম পীর শাহসুফি আবদুল গণী (রহ.) স্মরণে দু’দিন ব্যাপী মাহফিলের প্রথমদিন আজ চাঁদপুরের মান্দারি মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহাম্মদ চাঁদপুরী, ভোলার বেরাহান উদ্দিন মাদরাসার মুহাদ্দিস আল্লামা হাবীবুর রহমান আল জাযিরী, চাঁদপুর আলআমিন একাডেমির পরিচালক মাওলানা আবু হানিফ আনোয়ারী, ফেনির অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও খাগড়াছড়ি মোল্লাবাজার মাদরাসা সুপার মাওলানা আবদুল মতিন বয়ান করবেন। মাহফিলের শেষদিন বৃহস্পতিবার বয়ান করবেন টেকেরহাট মাদারীপুরের মরহুম পীরের ছাহেবজাদা ড. আল্লামা কামরুল ইসলাম সাইদ আনছারী, ফেনি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাছান, ভারতের সোনামুড়া রাঙামাটিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি আবদুস সাত্তার নূরী ও ঝালকাঠি এনএস কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নেছার উদ্দিন আল-আমিনীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ বয়ান করবেন। তিলিপ দরবারের পীর আলহাজ মাওলানা শাহসুফি আবু ছালেহ মো: রুহুল আমিন ছিদ্দিকী দু’দিন ব্যাপী মাহফিলে শরীক হওয়ার জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের আহŸান জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন