নড়াইল জেলা সংবাদদাতা
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নড়াইলের হবখালী আদর্শ মহাবিদ্যালয়ে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কলেজের হলরুমে আয়োজিত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ বিএম বুলবুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন কলেজের শিক্ষক ফারহানা শবনম, শম্পা রানী বিশ্বাস, সিকদার জাহাঙ্গীর আলম, সেলিম সিকদার, রাজকুমার বিশ্বাস, হিরা বিশ্বাস, কলেজ ছাত্রী মৌসুমী খানম, সাথী বিশ্বাস প্রমুখ। বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের পাঠদানে আরো মনোনিবেশের আহবান জানান। আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়। পরে একটি র্যালি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন