পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবির পৌর এলাকায় সরকার পাড়া গ্রামের জমি-জমা সংক্রান্ত বিষয়ে মারধরের ঘটনায় ১ জন আহত হয়েছে। আহত কালাম সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে সরকার পাড়া গ্রামের কিনু সরকারের বড় জামাই হারুনুর রশিদ কোদালের ঘাউরি দিয়ে কালামকে আঘাত করে। এ সময় কালাম রাগান্বিত হয়ে হারুনের মোটরসাইকেল ফেলে দেয়। ঘটনার পর হারুনের ভাইরা সেনাবাহিনীর সদস্য শহিদুল তৎক্ষণাত কালামকে জাপটে ধরে হারুনের বাড়িতে ঢুকায়। এ সময় হারুন ও শহিদুল মিলে কালাম সরকারকে লাঠি দিয়ে বেদম মারধর করে। পরিবারের লোকজন আহত কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কালামকে থুতনির নিচে ৪টি সেলাই দেয়া হয়েছে। বাম পায়ের ঘোড়ালীর হাড় ফেটে যায়। এছাড়া কালামের শরীরে ফোলা ও বেদনা দায়ক জখমের চিহ্ন রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন