শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সাতক্ষীরায় আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা বোমা বিস্ফোরণ

ইউপি নির্বাচনে সহিংসতা

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আবদুল ওয়াজেদ কচি, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ জাকির হোসেন ও বিদ্রোহী প্রার্থী খালিদুর রহমান বাবুর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ৫টি অফিস ভাঙচুর ও দুইটি নির্বাচনী কার্যালয়ে আগুনে পুড়ে যায়। এসময় দুইটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খালিদুর রহমান বাবু জানান, শুক্রবার রাত দশটার দিকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা তার নির্বাচনী কার্যালয় চাকলা, কুড়িকাউনিয়ার কলতলা ও সুভদ্রকাটির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায়। তারা বাবুর চাচা বিপুল তরফদারকে পিটিয়ে আহত করে। পরে গভীর রাতে প্রতাপনগর ইউনিয়নের কর্মকারপাড়া ও হাইস্কুল মোড়ে অবস্থিত নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দেয় বাবু’র সমর্থকরা। ওই সময় তারা দুটি বোমারও বিস্ফোরণ ঘটায় বলে জানান শেখ জাকির হোসেন। এদিকে, একই উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মন্টুর সমর্থকদের বিরুদ্ধে নৌকায় ভোট দিলে কেটে ভারতে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়ে এলাকায় ভীতি সঞ্চারের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ভোররাতে কাদাকাটি ইউনিয়নের সোনাই, তালবাড়িয়া ও ঝিকরা গ্রামের হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মন্টুর সমর্থকরা সাধারণ ভোটারদের এই হুমকি দেন। সোনাই, তালবাড়িয়া ও ঝিকরা গ্রামের বিনয় বাইন, হরেন বাইন, ঠাকুর দাস, লতিকা রানী, স্বপ্না রানীসহ একাধিক ব্যক্তি জানান, ভোরবেলা বাড়ি বাড়ি গিয়ে কিছু লোক তাদের গলায় দাঁ’ ধরে বলেছে, ‘নৌকায় ভোট দিলে কেটে ভারতে পাঠিয়ে দেব, ভোট দিবি আনারসে, নইলে এলাকায় থাকতে দেব না।’ এ সময় তারা নিরাপত্তার দাবি জানান। অপরদিকে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে দিনে-দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা কবিরুজ্জামান মন্টুর নির্বাচনী কার্যালয়ের সামনে দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বেলেডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা কবিরুজ্জামান মন্টুর ভাই মোস্তফা আক্তারুজ্জামান জানান, হঠাৎ চারজন মুখোশ পরা ব্যক্তি মোটরসাইকেল যোগে রাম দাঁ উঁচিয়ে এসে তাদের নির্বাচনী কার্যালয়ের সামনে দুইটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে স্থান ত্যাগ করে। নির্বাচনী কার্যালয়ে থাকা মানুষ দিগি¦দিক হয়ে ছুটোছুটি করে বের হয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন