রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সুন্দরগঞ্জে বিনামূল্যে সার বীজ বিতরণ

| প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে বিনামূল্যে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদ। উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও এস এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উৎপাদন প্রযুক্তি নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবুল মনছুর, থানার ওসি আতিয়ার রহমান, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, আ’লীগ নেতা সাজেদুল ইসলাম ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক আলী। শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে সার ও ধানের বীজ বিতরণ করেন। উল্লেখ্য উপজেলায় ধান, গম, ভুট্টা, সরিষা ও মাসকালাই চাষ করার জন্য ৩ সহস্রাধিক কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন