শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভুরুঙ্গামারীতে জেএসসি কেন্দ্রের ৩ কক্ষ তছনছ

| প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ভুরুঙ্গামারীতে নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্বৃত্তরা তিনটি কক্ষ ও আলমিরার তালা ভেঙে মূল্যবান কাগজপত্র তছনছ করেছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, দুর্বৃত্তরা প্রধান শিক্ষক, অফিস সহকারী ও শিক্ষক কমন রুমের ভেতরে প্রবেশ করে। এসব রুমে থাকা পাঁচটি আলমিরা ও ড্রয়ারের তালা ভেঙে কাগজপত্র তছনছ করে। এ সময় শিক্ষকের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
প্রধান শিক্ষক লুৎফর রহমার জানিয়েছেন, বিদ্যালয়টি জেএসসির পরীক্ষা কেন্দ্র। বিদ্যালয়টিতে কোনো নৈশ প্রহরী নেই। প্রতিদিনের কাজ শেষে তারা চলে যান এবং সন্ধ্যার পর ডিউটি রোস্টার করার জন্য এসে তারা এরকম অবস্থা দেখতে পান। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, ওসি তাপস চন্দ্র পন্ডিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানিয়েছেন, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কোনো জিনিস খোয়া গেছে কিনা, তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষক বলতে পারেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন