শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সরিষাবাড়ীর এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সরিষাবাড়ী উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের বেশীর ভাগ স্কুলে বোর্ড ফির চাইতে তিনগুন বা চারগুন অতিরিক্ত টাকা নিয়ে এসএসসির ফরম পুরন করায় অনেক ছেলেমেয়ে অপারগ হয়ে সুদি করে টাকা নিয়েও ফরম ফিলাপ করছে এমন অভিযোগ উঠেছে। গত দুই দিনে এসব বিদ্যালয়ের মধ্যে আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়, পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ, ছালেমা খাতুন উচ্চ বিদ্যালয়, আরইউটি উচ্চ বিদ্যালয়, ভাটারা উচ্চ বিদ্যালয়, বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয়, রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়সহ অনেক স্কুলে গিয়ে খোজ নিয়ে দেখা গেছে, তার ছাত্রছাত্রীদের নিকট থেকে ৩৮ শ বা ৪ হাজার টাকা নিয়ে এসএসসির ফরম পুরন করছে।
অনেক ছেলে মেয়ে বিদ্যালয়ের শর্ত পুরনে ব্যর্থ হয়ে টাকা না থাকায় সুদি করে টাকা নিয়েও ফরম ফিলাপ করতে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, আমরা নির্ধারন করেছি ৩৮শত কিন্তু তা আদায় হচ্ছেনা। বেশী না ধরলে তো পাওয়া যায়না। এমন বক্তব্য অনেকে প্রধান শিক্ষকদের। নাম প্রকাশ না করার শর্তে অনেক গার্ডিয়ান জানান, বোর্ড ফি ১৩৫০ টাকা। এর সাথে আনুসাং্গিক খরচ ৩/৪শ টাকা। ২ হাজার ২৫শ নিলেই যথেষ্ঠ। কিন্তু স্কুল গুলো কোন কথাই মানছেনা। একেক স্কুল একেক ভাবে মনগড়া ভাবে ছাত্রছাত্রীদের নিকট থেকে মনগড়া ভাবে টাকা আদায় করছে। ছেলে পরীক্ষা দিতে পারবেনা শুনে যখন খারাপ লাগে তখন কি আর করব, সুদের টাকা হলেও ছেলের ফরম পুরন করতে আমরা বাদ্য হচ্ছি। এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সাইয়্যেদ এজেড মোরশেদ আলীর সাথে কথা হলে তিনি জানান, সরকারী নির্ধারিত ফি এর চাইতে বেশী নেওয়া ঠিক নয়, যদি কোন গার্ডিয়ান এ ব্যাপারে অভিযোগ দায়ের করে তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন