লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মো. শাহজাহানকে (৩০) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার চট্টগ্রাম ফিসারীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজাহান নোয়াখালীর চর জব্বর থানার মধ্যচর বাগ্যা গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গত ২১ আগস্ট রাতে উপজেলার চর আফজল গ্রামে স্ত্রী ফাতেমা বেগমের বোনের বাড়িতে স্বামী শাহজাহান স্ত্রীর মাথায় আঘাত করে পানিতে ডুবিয়ে হত্যা করে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন