শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জয়পুরহাট চিনিকলে আখচাষি সমাবেশ

| প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একে এম দেলোয়ার হোসেন বলেছেন চিনি শিল্প রক্ষায় বেশি বেশি উন্নত জাতের আখ রোপনের বিকল্প নেই। তিনি শনিবার জয়পুরহাট সুগার মিলস্ লিঃ এর সদর বি- সাবজোনে চাষীদের নিয়ে বেলআমলা স্কুল মাঠে আখচাষী সমাবেশে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। মিলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ সুগার মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মজিদ, ঠাকুরগাঁও সুগার মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সাহী, রংপুর সুগার মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইউসুূফ আলী শিকদার। ডি জি এম আব্দুস সালাম ফকির এর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহা ব্যবস্থাপক (কৃষি) মজিবুর রহমান, মহাব্যবস্থাপক (কারখানা) সাখাওয়াৎ হোসেন, মহাব্যবস্থাপক(অর্থ) রাব্বিক হাসান, আখচাষী কল্যাণ সামিতির আহবায়ক কে এম লায়েক আলী, সাবেক সভাপতি আবু তালেব চৌধুরী, আব্দুল বারী, আখচাষী মাহমুদ মাস্টার, মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারন সম্পাদক আহসান হাবীব রুমেল, মোহাম্মদাবাদ ইউপি’র সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ দুলাল প্রমুখ। - বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন