শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নিরীহ কৃষকদের নামে চার্জশিট

শ্রীপুরে সাংবাদ সম্মেলনে হত্যা মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ

| প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে হত্যা মামলা নিয়ে বাদী ও মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জালো-বাজারে নিরীহ কৃষকদের পক্ষে মফিজ উদ্দিন হত্যা মামলার এজাহারে ৪০ জনের নাম থাকলেও টাকার বিনিময়ে প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে নিরীহ সাত কৃষকের নামে আদালতে চার্জশিট দাখিলের অভিযোগে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে চার্জশিটভুক্তরা জানান, গত ২০১৫ সালের ১৯ ফেব্রæয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে পরস্পর আত্মীয়রা মারামারির এক পর্যায়ে বাচ্চু মিয়া নামে একজন নিহত হন। এ ঘটনায় নিহত বাচ্চুর ভাতিজা গার্মেন্টস শ্রমিক সবুজ মিয়া ৪০ জনের নাম ও বয়স উল্লেখ করে এবং সাতজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে শ্রীপুর থানায় হত্যা মামলা নং ৩৭(২)১৫ করেন। মামলার পর শ্রীপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের তদন্ত শেষে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সিআইডি কার্যালয়ে মামলা চলমান অবস্থায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শহিদ উল্লাহ তদন্ত শেষে মামলার বিত্তবান আসামি ও বাদীর সাথে যোগসাজশ করে টাকা ও জমির বিনিময়ে ১ থেকে ২০ নং আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে নিরীহ দুই পরিবারের সাত কৃষকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত নিরীহ কৃষকপরিবার অভিযোগ করে বলেন, মামলার বাদী তাদের কাছে শেষসম্বল ভিটেমাটিটুকু লিখে দেয়ার জন্যও বলেছিল। অপারগতা প্রকাশ করায় বাদী ক্ষুব্ধ হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে যোগসাজশ করে প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে তাদেরকে চার্জশিট ভুক্ত করেন। হত্যাকান্ডের ঘটনার বিষয়ে তারা কিছু না জানলেও মামলার বাদীকে চাহিদামতো টাকা বা জমি না দেয়ায় হত্যা মামলায় তাদের ফাঁসিয়ে দেয়া হয়েছে। তারা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। এ ব্যাপারে মামলার বাদী সবুজ মিয়া জানান, সিআইডির দেয়া হত্যা মামলার চার্জশিট ত্রæটিপূর্ণ। মামলার শেষ তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি গাজীপুরের পুলিশ পরিদর্শক শহিদ উল্লাহ জানান, তদন্তে যা পাওয়া গেছে চার্জশিটে তাই দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন