শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ব্যক্তিস্বার্থে রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : নগরীর হেতেমখা মহল্লায় বিশিষ্ট সমাজসেবী ডা: জুবাইদা খাতুনের বাড়ি ভেঙে রাস্তা করার প্রতিবাদ জানিয়েছে তার পরিবার ও আশেপাশের বাসিন্দারা। রাস্তা প্রশস্ত করনের নামে স্রেফ ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য এমন রাস্তা তৈরি শুরু হচ্ছে বলে গতকাল এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। ডা: জুবাইদা খাতুনের কন্যা ও জুবাইদা নাসিং ইনস্টিটিউটের পরিচালক নেহরাজ মাহমুদ লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, সিটি করপোরেশনের একজন কর্মচারীর স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে এমন কর্মকান্ড শুরু হয়েছে। এতে করে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হবেন প্রকৌশল বিভাগের ওই কর্মচারী। যিনি গলির মধ্যে পাঁচতলা বিলাস বহুল বাড়ি তৈরি করে এখন বড় রাস্তার নামে এমন হীন তৎপরতায় লিপ্ত হয়েছেন। যার রোষানলে পড়ে জুবাইদা খাতুন নাসিং ইনস্টিটিউট ভেঙে এবং আশেপাশের বহু মানুষের ঘরবাড়ি উচ্ছেদ করে ব্যক্তিবিশেষের জন্য রাস্তা নির্মাণ কখনো গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বে এমন হীন তৎপরতা বন্ধের দাবি জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন