শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নান্দাইলে আহত গরুচোরের মৃত্যু

| প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরকামটখালী গ্রাম থেকে চোরাই গরুসহ বীরকামটখালী গ্রামের মৃত উসমান গণির পুত্র রাজ্জাককে (২৪) হাতেনাতে আটক করে এলাকাবাসী। গত রোববার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ পাসপাতালে তার মৃত্যু হয়।
জানা যায়, গত ২৬ অক্টোবর সকালে গরুটি নিয়ে যাওয়ার পথে এলাকাবাসী সন্দেহজনকভাবে গরুটি আটক করে গণধোলাই দেয়। নান্দাইল মডেল থানায় খবর দিলে পুলিশ চোরাই গরুসহ রাজ্জাককে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নান্দাইল থানায় মামলা হয়েছে। গণপিটুনিতে মারাত্মক আহত রাজ্জাককে প্রথমে নান্দাইল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে ১৮ দিন চিকিৎসার পর ১২ নভেম্বর রাতে তার মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন