শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নান্দাইলে চাঁদাবাজী মামলায় ইউপি সদস্য গ্রেফতার

| প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুল্লী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান সদস্য মুশূল্লী ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ গোলাপ মিয়ার পুত্র মোঃ জালাল উদ্দিন (৩৫) কে একটি চাঁদাবাজী ও চুরি মামলায় নান্দাইল মডেল থানা পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে নান্দাইল থানায় মামলা নং ১২ (১১)১৭ ও৩৬ (১০)১৭ রয়েছে।
নান্দাইল থানা সূত্র জানায়, উপজেলার মুশূল্লী ইউনিয়নের বারপাড়া গ্রামে নরসুন্দা ব্রীজের উপর ত্রিমোহনী ব্রীজ নির্মানে চাঁদার জন্য নির্মান কাজ বন্ধ করে দেয়ায় ব্রীজ নিমার্নকারী ঠিকাদার এম.এ মতিন জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন।পুলিশ সুপার তাৎক্ষনিক নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জকে আইনগত ব্যবস্থা গ্রহন করে আসামী গ্রেফতারের নির্দেশ দেন। বুধবার (১৫ নভেম্বর) বিকেলে অফিসার ইনচার্জ মোঃ ইউনুস আলীর নেতৃত্বে থানার এস.আই মোঃ নূরুল হুদা সঙ্গীয় ফৌসসহ মুশুল্লী ইউনিয়নের তারের ঘাট বাজার থেকে মামলার এজাহার ভুক্ত আসামী ইউপিঃ সদস্য জালাল উদ্দিকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ০৭ দিনের রিমান্ড চেয়ে কোর্টে সোর্পদ করা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন