বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

জোকস

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চাচা : কিরে নজরুল, তোর না পরিক্ষা এসে গেলো অথচ পড়ালেখার কোন হদিস দেখছি না ব্যাপারটা কি?
নজরুল : কে বলেছে পড়ি না, কালকেই তো বরই গাছের মগডালে উঠে ডাল ভেঙ্গে দাদুর মাথার উপর পড়েছিলাম। পরে থাপ্পড় খেয়ে দাঁত ভাঙ্গার প্রমাণ এখনো আছে!


ম্যাডাম: কি ব্যাপার তোমরা সবাই পড়াশোনা বাদ দিয়ে কোথায় গিয়েছিলে?
ছাত্ররা: তাল কিনতে বাজারে, ম্যাডাম।
ম্যাডাম: স্কুলে এসে ম্যাডামকে না জানিয়ে কোথাও যাওয়া কি ধরনের অপরাধ জান তোমরা?
ছাত্ররা: কি করব ম্যাডাম, আপনেই তো বলেছেন সবার সাথে যেন তাল মিলিয়ে পড়াশোনা করি তাই!


রায়হান: জানো ভাইয়া, বাড়িতে আজ কি হয়েছে? তোমার রেজাল্ট শুনে না সবাই রেগেমেগে জ্বলতাছে।
দ্বীন: সর্বনাশ! সবকিছু পুড়ে যাওয়ার আগে এক্ষুণিই ফায়ার সার্ভিসে খবর দে, আগুন নেভাতে হবে।

ফজলে রাব্বী দ্বীন
চকপাঠক, পশরপুর সদর, শেরপুর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন