রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাজিপুরে শহীদ দিবসে শহীদ পরিবারের খোঁজ রাখে না কেউ

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গত ১৭ নভেম্বর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বড়ইতলা গ্রামে শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে বরইতলা গ্রামে হানা দেয় পাকবাহিনী। সেখানে নারীসহ ১০৪ জনকে হত্যা করে। গ্রামের ঠাঁকুরপাড়ায় মুক্তিযোদ্ধাদের সহায়তা করার অভিযোগে ২৬ ব্যক্তিকে এক সাথে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এসব শহীদের নামে ওই এলাকাটিকে বর্তমানে শহীদ গ্রাম হিসেবে অভিহিত করা হলেও শহীদ পরিবারের খোঁজ নেয় না কেউ। তবে শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, বরইতলা গ্রামে শহীদদের শুধু ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাদের স্মরণ করা হয়, বছরের অন্য সময় তারা থাকেন অবহেলিত। সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বরইতলা গ্রামে তেমন কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। এবারো কোনো কর্মসূচি পালন করা হয়নি বলে বিষয়টি নিশ্চিত করেন কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী এস এম হাবিবুর রহমান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন