অভ্যন্তরীণ ডেস্ক
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামের দরিদ্র আমির হোসেন (৪৫) দীর্ঘদিন ধরে জটিল টিউমারে আক্রান্ত। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাদাত হোসাইনের অধীনে ১১২নং ওয়ার্ডের ১৩নং বেডে চিকিৎসাধীন। চিকিৎসকগণ জানান, আমিরের পেটে জটিল টিউমার, তার তলপেট, পা ও অন্ডকোষ ফুলে গেছে। কোমরের দুই পাশে প্রচ- ব্যথা। চলাফেরা করতে পারছেন না, এমনকি প্রস্রাব করতেও সমস্যা হচ্ছে। বাম পাশের কিডনি অকেজো হয়ে পড়েছে। ধীরে ধীরে অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসক আরো জানান, তার এখন অপারেশন ও উন্নত চিকিৎসা জরুরি। এতে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন।
আমির হোসেন পেশায় ডাল মিলের মিস্ত্রী। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে অর্থিকভাবে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। তার পরিবারে এমন অবস্থা নেই যে, চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব। এমতাবস্থায় প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান, দানশীল, বৃত্তশালী, দয়াবান ব্যক্তির আন্তরিক সহযোগিতা-দোয়া ও চিকিৎসায় আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন আমির হোসেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মোঃ সাগর
সঞ্চয়ী হিসাব নং-১২১০০০০১৬৬৭
সাউথইস্ট ব্যাংক লিঃ
মৌচাক শাখা, মালিবাগ, ঢাকা।
মোবাইল : ০১৭৩২১৮০৭৬৩।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন