শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গৌরীপুরে আ.লীগের ৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদাতা

আগামী ৩১ মার্চ গৌরীপুর উপজেলার ১০ ইউনিয়নে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ দলীয় মনোনয়নবঞ্চিত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের গৌরীপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল (রোববার) পৃথক পৃথকভাবে দলীয় পদ থেকে বহিষ্কার করেন। দলীয় সূত্রে জানা গেছে, দল থেকে মনোনয়ন না দেয়ায় দলীয় নির্দেশ অমান্য করে সতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ৫ চেয়ারম্যান প্রার্থীকে গৌরীপুর উপজেলা আ.লীগের সভাপতি ক্যাপ্টেন (অব:) মুজিবুর রহমান ফকির এমপি ও সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস তাদের পৃথক পৃথক চিঠির মাধ্যমে বহিষ্কার করেন। বহিষ্কারপ্রাপ্ত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা হলেনÑ ২ নং গৌরীপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, ৪ নং মাওহা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক খসরুজ্জামান বাবুল, ভাংনামারী ইউনিয়ন আ.লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম কলেজের ভাইস প্রিন্সিপাল মফিজুর নুর খোকা, রামগোলপুর ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী পৌর আ.লীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল আমিন জনি ও একই ইউনিয়নের আ.লীগের সভাপতি জহির উদ্দিন মাস্টার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার অপরাধে তাকেও বহিষ্কার করা হয় ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন