রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সুন্দরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু

| প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের রিয়াদ হোসেনের স্ত্রী এক কন্যা সন্তানের জননী রোকসানা বেগম (২৩) রান্না ঘরে রাইচ কুকারের সংযোগ দিতে গেলে বিদ্যুৎ স্পর্শে ছিটকে ওয়ালের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল শনিবার পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
৮১ লাখ টাকা ঋণ বিতরণ
গাইবান্ধার সুন্দরগঞ্জে চরাঞ্চলের আশ্রয়ন প্রকল্পে আশ্রিতদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ঋণের চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। জানা গেছে, প্রধান মন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আশ্রিতদের স্বাবলম্বি করে গড়ে তোলার লক্ষ্যে সমবায় সমিতির মাধ্যমে ৮১ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। উপজেলার গেন্দুরাম, হরিপুর ও ভাটিকাপাসিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০৫ পরিবারের মাঝে এ ঋণ বিতরণ করা হয়। প্রতি পরিবারকে দেয়া হয় ২০ হাজার করে টাকা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আনিছুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন