রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গাইবান্ধায় জমি দখল, বাড়িতে লুটপাট অগ্নিসংযোগ

| প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পশ্চিম গলনা চরে পূর্ব শত্রæতার জের ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর প্রধান হাফিজার রহমানের নেতৃত্বে সশস্ত্র ৫০/৫৫ জনের একটি বাহিনীর তান্ডবে জমি দখল, বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, গবাদি পশু লুট পাট করে । এসময় সন্ত্রাসী হামলায় ৯ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গোলাপ উদ্দিন (৭০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, গতকাল ফুলছড়ি উপজেলার পশ্চিম গলনা চরের ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর প্রধান হাফিজার রহমানের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী গত শুক্রবার সকালে ছোড়া, বল্লম, রামদা, বেকি , ফালা, পাচা সহ আগ্নেয় অস্ত্র পিস্তুল নিয়ে গোলাপ উদ্দীনের বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ করে বাড়িঘরে হামলা, লুটপাট ও গবাদি পশু লুট পাট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসী হামলায় গোলাপ (৭০), শহীদুল (৪০), খালেক (৫০), সেকাম (৫৫), আজিুল (৫২), রহিম (৫০) সহ ১০/১২ জন গুরুত্বর আহত হন। এদের মধ্যে ৯ জনের আবস্থা আশংকাজনক। তাদেরকে শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ, গাইবান্ধা আধুনিক হাসপাতাল ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটরায় এলাকায় চরম উওেজনা দেখা দিয়েছে। থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কেউ গ্রেফতার হয়নি। এ ব্যাপারে শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন