শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত আটক ২

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের পনের রশিয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় আবদুল করিম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত আবদুল করিম ওই গ্রামের মালেক কুস্তুরের ছেলে। এদিকে নিহতের সাড়ে তিন ঘণ্টা পর পুলিশ অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেছে। আটককৃতরা হলোÑ ওই গ্রামের একরামুল হকের স্ত্রী লেচন বেগম (৪০) ও মেহেরুল হক মেডুর স্ত্রী মৌসুমী বেগম (২২)। নিহতের ছেলে সোহেল রানা জানায়, গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে একই গ্রামের একরামুল হকের জমিতে সেচ দেয়ার জন্য আবদুল করিমের জমিতে শ্যালোইঞ্জিন স্থাপন করছিলেন। এসময় বাধা দিলে দুইজনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে একরামুল হক ও তার দুই ছেলে জোহরুল, মেডুসহ আরো দুই সহযোগী কলি এবং উলি আলী লাঠি-কোদাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ ফাতেমা তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএম ময়নুল ইসলাম নিহতের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন