অভ্যন্তরীণ ডেস্ক
সাটুরিয়া ও রাউজানে ২ লাশ উদ্ধার করার খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী উচ্চ বিদ্যালয় থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ওই অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে সাটুরিয়া থানা পুলিশ। আনুমাণিক ২৫ বছর বয়সী জিন্স প্যান্ট, শার্ট ও কেডস পরিহিত ওই যুবকের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। জানা যায়, রোববার সকালে উপজেলার তিল্লী উচ্চ বিদ্যালয়ের ভেতর এক যুবকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ গিয়ে দুপুরের দিকে লাশ উদ্ধার করে। তিল্লী বাজারের কয়েকজন ব্যবসায়ী জানায়, শনিবার রাতে অজ্ঞাত ওই যুবককে বাজারে ঘোরাফেরা করতে দেখে গিয়ে ছিল। আর সকালেই তার ঝুলন্ত লাশ তিল্লী উচ্চ বিদ্যালয়ের ভেতর দেখতে পায় তারা। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাউজানে সর্তা খাল থেকে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার নোয়াজিষপুর সর্তা খালে একটি শিশুকে পানি থেকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত শিশুটি নোয়াজিষপুর ইউনিয়নের তারা মেম্বারের বাড়ীর আলী আকবরের পুত্র মোঃ মাহিন উদ্দিন (৭) বলে জানা গেছে। জানা যায়, উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের তারা মেম্বারের বাড়ী এলাকায় সর্তা খালে শনিবার বিকালে একটি শিশুর ভাসমান দেহ দেখতে পায় স্থানীয় কয়েক ব্যক্তি। পরে তাকে জামসেদ নামে এক ব্যক্তি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন