রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ড্যাডি’জ হোম টু

| প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শন অ্যান্ডার্স পরিচালিত কমেডি ফিল্ম ‘ড্যাডি’জ হোম টু’; এটি একই পরিচালকের ২০১৫তে মুক্তি পাওয়া ‘ড্যাডি’জ হোম’ ফিল্মের সিকুয়েল। ‘হরিবল বসেস টু’ (২০১৪), ‘দ্যাট’স মাই বয়’ (২০১২), ‘সেক্স ড্রাইভ’ (২০০৮) এবং ‘নেভার বিন থড’ (২০০৫) অ্যান্ডার্স পরিচালিত চলচ্চিত্র।
সবাই জানে ডাস্টি (মার্ক ওয়ালবার্গ) কেমন আগ্রাসী বাবা। অন্যদিকে সতবাবা ব্র্যাড (উইল ফেরেল) কোমল স্বভাবের। বড়দিনের উৎসবে পরিবারে ছোটদের কাছে এই দুই বাবার একসঙ্গে উপস্থিতি যখন এক বিশাল চ্যালেঞ্জ তখন বাড়িতে তাদের দুই বাবার বাবা এসে উপস্থিত হয়। ডাস্টির বাবা (মেল গিবসন) তার থেকে আরও চরমপন্থি পুরুষালি স্বভাবের আর ব্র্যাডের বাবা (জন লিথগো) তার চেয়েও বেশি আবেগপ্রবণ আর স্নেহপরায়ণ। নতুন করে এক এলোমেলো অবস্থার সৃষ্টি হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন