নিখোঁজ ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় বাড়িতে ফিরেছেন। গত শুক্রবার ভোরে তিনি গুলশানের বাসায় ফিরে আসেন বলে তার স্ত্রী শাশ্বতী রায় সাংবাদিকদের জানিয়েছেন। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে কিছু বলেননি অনিরুদ্ধের স্ত্রী। গতকাল শনিবার গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক দৈনিক ইনকিলাবকে বলেন, মামলার বাদির সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার সকালে অনিরুদ্ধ রায় বাড়ি ফিরেছেন বলে আমরা জানতে পেরেছি। তদন্ত কর্মকর্তা হিসেবে তাঁর সাথে আমি কথা বলতে চেয়েছিলাম। পরিবার রাজী হয়নি। গত ২৭ অগাস্ট বিকালে ঢাকার কূটনীতিক পাড়া গুলশানের ১ নম্বর সেকশনের ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে একটি মাইক্রোবাসে অনিরুদ্ধকে তুলে নেয়া হয়েছিল বলে তার গাড়িচালক জানান। গাড়িচালক বলেছিলেন, অনিরুদ্ধ রায় নিজের গাড়িতে উঠার সময় দুজন লোক এসে তার সঙ্গে কথা বলেন। তারপর পাশে ডেকে নিয়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে তুলে নেয়। অনিরুদ্ধ আরএমএম লেদার্সের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বেলারুশের অনারারি কনসাল ছিলেন। তিনি কানাডার নাগরিক। টরন্টো-ঢাকা মিলিয়েই থাকেন তিনি। তাকে তুলে নেয়ার পর উদ্বেগ জানিয়ে তাকে উদ্ধারের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন