শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ

শ্রীলঙ্কায় বাংলাদেশ-ভারত ত্রিদেশীয় সিরিজ মার্চে

| প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ ও ভারতকে নিয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের কথা আগেই নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এবার চূড়ান্ত হলো টুর্নামেন্টের দিন-ক্ষণ। আগামী ৮ মার্চ শুরু হবে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘নিদাহাস ট্রফি’। এই মুহূর্তে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা। ৩টি করে টেস্ট ও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়েছে ভারতের স্বাধীনতার ৭০ বছর পূর্তি উদযাপনে।
শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট। পাশাপাশি লঙ্কান বোর্ডেরও পূরণ হবে ৭০ বছর। গ্রæপ পর্বে প্রতিটি দল পরস্পরের মুখোমুখি হবে দুইবার করে। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২০ মার্চ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে সবকটি ম্যাচ। বন্ধুত্বের নিদর্শন হিসেবেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে বলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, ‘বাংলাদেশের ক্রিকেটে শ্রীলঙ্কা এবং ভারতের অবদান কখনোই ভোলার নয়। শ্রীলঙ্কা যে বাংলাদেশ ক্রিকেটের কত ভালো বন্ধু, এই আমন্ত্রণের মাধ্যমেই তা বোঝা যায়।’
এর আগে ১৯৯৮ সালে শ্রীলঙ্কার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ইন্ডিপেন্ডেন্স কাপ আয়োজন করেছিল শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সেই ওয়ানডে টুর্নামেন্টে স্বাগতিকদের সঙ্গে ছিল ভারত ও নিউ জিল্যান্ড। সেই টুর্নামেন্টেরও উদ্যোক্তা ছিলেন বর্তমান এসএলসি প্রধান থিলাঙ্গা সুমাথিপালা। এবারও এমন এক আয়োজনের সঙ্গী হতে পেরে গর্বিত সুমাথিপালা বলেছেন, ‘৭০ বছর বেশ লম্বা একটি সময়। আমরা আনন্দিত যে এমন একটি মুহূর্ত উদযাপনে সবচেয়ে কাছের দুই প্রতিবেশী দেশ আমাদের সঙ্গী হবে। প্রায় একই সময়ের স্বাধীনতার যাত্রা আমাদের। ক্রিকেটের অগ্রযাত্রায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’
এদিকে, গতকাল আরো একটি সুখবর দিয়েছে বিসিবি। জানিয়েছে, জানুয়ারিতেও আরেকটা ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তবে সেটি হবে দেশের মাঠে। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে সিরিজটি হবে ওয়ানডে ফরম্যাটের। যদিও এ সিরিজ নিয়ে কথাবার্তা অনেক আগ থেকেই শোনা যাচ্ছিল। বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এই সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে পারে সিরিজটা। তবে মাঠ, সূচি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আকরাম, ‘সিলেটে ভালো সম্ভাবনা আছে খেলা হওয়ার। যেহেতু এবার ওদের আয়োজন ভালো (বিপিএলে)। ভেন্যু-দর্শক-অবকাঠামো সবই ভালো। আন্তর্জাতিক ম্যাচ ওদের পাওনা। আলোচনা চলছে, চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে।’
ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাঠে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ। এ বছরের মতো আগামী বছরের প্রথম তিন মাস ভীষণ ব্যস্ততায় কাটবে বাংলাদেশ দলের।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন