বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কলেজছাত্রকে মারধর প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রকে মাধবপুর বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিকের লোকজন মারধর করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ ছাত্ররা। গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম আজমিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে ছাত্র শিক্ষক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। মাধবপুর কলেজের অধ্যাপক পংকজ কুমার রায় বলেন, গতকাল শনিবার সকাল ১০টার দিকে মাধবপুর বাসস্ট্যান্ডে ১ম বর্ষের ছাত্র অপু মিয়া কলেজে আসার উদ্দেশে হবিগঞ্জগামী একটি লোকাল বাসে উঠে বসলে সিটে বসাকে কেন্দ্র করে তাকে নামিয়ে মারধর করা হয়। এ সংবাদ কলেজে ছড়িয়ে পড়লে কলেজের শত শত বিক্ষুব্ধ ছাত্র ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দেয়। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত)-কে এম আজমিরুজ্জামান বলেন, সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন