শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ইরাকে ২০ শতাংশ মার্কিন বিমান হামলার শিকার বেসামরিকরা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 ইরাকের মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার প্রতি পাঁচটির একটিতে অর্থাৎ ২০ শতাংশ হামলায় বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রকাশিত বিশেষ এক প্রতিবেদনে তারা দাবি করে, পেন্টাগনের দেওয়া নিহতের সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা ৩১ গুণ বেশি। গত শনিবার মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আমরা যেই স্থানেই জরিপ চালাই না কেন। ফলাফল একই ছিলো। প্রতি পাঁচটি বিমান হামলার একটিতে বেসামরিক নাগরিক মারা গেছেন। সংবাদমাধ্যমটির প্রতিবেদকরা হামলার শিকার প্রায় ১৫০টি এলাকায় গিয়েছেন। ইরাকের উত্তরাঞ্চলের ওই তিনটি অঞ্চলে এমন অনেক নিহতদের কথা জানতে পেরেছেন যাদের কথা পেন্টাগনের রিপোর্টে ছিলো না। এছাড়া পেন্টাগনের রিপোর্টে দাবি করা হয়েছিলো, সন্ত্রাসী সংগঠনকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। কিন্তু সেটাও সত্য নয় বলেও জানায় নিউ ইয়র্ক টাইমস। তারা জানায়, ‘মার্কিন নেতৃত্বাধীন জোটের দেওয়া তথ্য অনুযায়ী ১৪ হাজারেরও বেশি বিমান হামলার মাত্র ৮৯টি হামলায় বেসামরিক নিহত হয়েছেন। যা প্রতি ১৫৭টি হামলার মধ্যে একটি। কিন্তু মাঠ পর্যায়ে তদন্ত করে নিউ ইয়র্ক টাইমস জানতে পারে প্রতি পাঁচটি বিমান হামলার একটিতেই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। যা তাদের দাবি করা তথ্যের চেয়ে ৩১ গুণ বেশি।’ বেশিরভাগ বিমান হামলাতেই বেসামরিক মারা গেছেন। নিউ ইয়র্ক টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন