রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নুরউদ্দিনের চিকিৎসায় সাহায্যের আবেদন

অভ্যন্তরীণ ডেস্ক : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মানুষ মানুষের জন্য একটু সহানুভ‚তির হাত বাড়িয়ে দিলে অকালে ঝরে যাওয়া এক যুবক তার সুন্দর একটি জীবন ফিরে পেতে পারেন। কাপ্তাইয়ের চিৎমরম বামুনি পাড়ার মৃত বদিউলজ্জামানের একমাত্র ছোট ছেলে কৃষক মো. নুরউদ্দীন (৩২) নিজের অজান্তে দুটি কিডনি নষ্ট হয়ে। আজ জীবন-মরণ নিয়ে বিছানায় কাতরাচ্ছেন। বাবা হারা সংসারে ছয় বোনের মধ্যে নুরুউদ্দিন সবার ছোট। কৃষিকাজ করে সংসার চালিয়ে কোনোমতো তার ছোট সংসার চালাত। ইতোমধ্যে তার দুটি কিডনি নষ্ট হওয়ার দরুণ ভারতের খ্রিষ্টান মেডিক্যাল হাসপাতাল ভেলুয়ার ডাক্তার গৌতম রঞ্জনকে দেখালে তিনি বলেন, বাঁচাতে হলে নতুন কিডনি প্রতিস্থাপন করতে হবে এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মতো প্রয়োজন হবে। ইতোমধ্যে তার চিকিৎসা করতে গিয়ে সংসারের সব সহায়-স¤¦ল বিক্রি করে চিকিৎসা চালিয়ে সর্বশান্ত হয়েছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী, সমাজের দানশীল, বিত্তবান, সমাজকর্মী, এনজিও, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন শিল্প কলকারখানার নেতৃবৃন্দ একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে সুন্দর জীনটি ফিরে পেতে পারেন।
সাহায্যে পাঠানোর ঠিকানা
কৃষি ব্যাংক কাপ্তাই নতুন বাজার শাখা
হিসাবনং-৪৩১৫
রাঙ্গামাটি পার্বত্য জেলা
বিকাশ-০১৮৬৩২৬০০৬৫

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন