রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কিশোরগঞ্জে অগ্নিকান্ডে ১৩ ঘর পুড়ে ছাঁই

| প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের পাইকারটারীতে অগ্নিকান্ডে ছয়টি পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান পূর্ব শত্রুতার জের ধরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায় শনিবার গভীর রাতে প্রথমে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে আগুন জ্বলতে থাকে এরপর আগুনের লেলিহান শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের রহিমুদ্দিনের দুটি গরু, মমিনুর রহমান ও মাহফুজার রহমানের ১০০ জোড়া কবুতর, লিমন মিয়ার একটি ছাগল, জাহাঙ্গীর আলমের ছেলে সাইফুল ইসলাম এবং রব্বানি মিয়ার ধান, চাল ও নগদ টাকাসহ ছয় পরিবারের ১০টি থাকার ঘর ও তিনটি গোয়ালঘরসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। কিশোরগঞ্জ ও জলঢাকা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম জানান ,পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন লাগিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন