রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জাতীয়করণের দাবিতে শেরপুরে বিভিন্ন মাদ্রাসায় মতবিনিময়

| প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : শিক্ষা জাতীয় করণের দাবিতে বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের কর্মসুচীর অংশ হিসেবে শেরপুরে বিভিন্ন মাদ্রাসায় জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসুচীতে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, কর্মচারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেরপুরের আলজামিয়াতুল ফাজিল মাদ্রাসায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো: নুরুল আমীন, ফসিহ উল্ উলুম দাখিল মাদ্রাসায় বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ারুল ইসলাম, সহ: সুপার মাওলানা নুরে আলম, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, দড়িপাড়া দাখিল মাদরাসায় বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রেজ্জাক, শ্রীবরদী কামিল মাদ্রাসায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। এছাড়াও শেরপুর জেলার সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী, নকলা ও নালিতাবাড়ীর সকল মাদ্রাসায় মতবিনিময় সভায় সকল শিক্ষক কর্মচারীগণ শিক্ষা জাতীয় করনের দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন