শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আনোয়ারায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৭, ৩:১৫ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়েছে। তার মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার জুঁইদন্ডী চৌমুহনী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আশরাফুল ইসলাম টিটু (১৮), কায়মুল হক টিপু (২২), বদরুল হক (৪৭), আব্বাস উদ্দিন (৪৫), খোরশেদুল আলম (১৮), মোরশেদুল আলম (২১) ও রবিউল আলম (২৪)। তাদের প্রত্যেকের বাড়ি আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী গ্রামে বলে জানা গেছে। আহতদের মধ্যে আশরাফুল ইসলাম টিটু ও খোরশেদুল আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে রেফার করা হয়। বাকি আহতরা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত জেকেএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদরুল হক জানান, বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় জুঁইদন্ডী চৌমুহনী বাজারে গতিরোধ করে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় আমাকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে এলে তাদেরকেও মারধর করে তারা।
অপরপক্ষের রাশেদুল আলম বিষয়টি অস্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে তাদের মধ্যে মারামারি হয়। এসময় আমরা এগিয়ে গেলে তারা আমাদের উপর চড়াও হয়। এ ঘটনায় আমার ভাইসহ ৩জন আহত হয়। আনোয়ারা থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কী জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন পক্ষের অভিযোগ আসেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন