রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফুলবাড়ীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি

| প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী কর্মসূচীতে অতি দরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিত করনে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ী স্থানিয় রাবিয়া কমিউনিটি সেন্টারে সকাল ১১ টায় ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন,পল্লীশ্রী ও পামডো’র বাস্তবায়নে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী কর্মসূচীতে অতি দরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিত করণ প্রকল্পের আওতায় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজকল্যান অফিসার আকতারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পৌর মেয়র মুতুর্জা সরকার মানিক। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা মন্ডল,প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী,পৌর কাউন্সিলর আব্দুর জব্বার মাসুদ,মোতালেব হোসেন,গোলাফ্ফর হোসেন,হারান দত্ত,মোতাহার আলী,সৈয়দ আবু ফরহাদ বাবু, চাঁদপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সিভিএ সহ- সভাপতি তরিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম,ছানোয়ারা বেগম,নাজিরা বেগম। প্রকল্পের বিষয়বস্ত তুলে ধরে আলোচনা করেন পল্লীশ্রীর মনিটরিং এন্ড এভিলেশন অফিসার তারিকুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সিডিএস কৃষ্ণা রবি দাস, জান্নাতুল ফেরদৌস মুক্তা, বিফল চন্দ্ররায়, শাহানাজ পারভিন, জুয়েল রানা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন