রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। বুধবার সকাল সোয়া সাতটার দিকে এল ব্লকের ২০ নম্বর ভবনের পঞ্চম তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিগ্যান এই তথ্য জানান। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ। বাকি দুটি ইউনিট ফেরত আসে।
দুটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা আগুনের সূত্রপাত কিভাবে সে সম্পর্কে প্রাথমিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন