ল²ীপুর জেলা সংবাদদাতা : রামগঞ্জ উপজেলার ৫নম্বর চন্ডিপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বাষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে গোপন ব্যালটের মাধ্যমে আমির হোসেন মোল্লা, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল মতিন দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন জমাদার ও যুগ্ন সাধারন সম্পাদক পদে আবদুুল হান্নান নির্বাচিত হয়েছেন।
ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আবদুস সাত্তারের সভাপতিত্বে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সম্মেলন শেষে রামগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নব-নির্বাচিত কমিটির তালিকা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জাহীদুর রহমান শাহীনের হাতে তুলে দেন।
রামগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তোফালে হোসেনের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন মোল্লা ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বাহার ভিপি। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি জাফর জমাদার প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন