সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মুরাদনগরে ইসলামী মহাসম্মেলন

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান মুজাফফারুল উলুম মাদ্রাসার ১২৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, মুসলমান হওয়ার কারনেই আরকানের মুসলমানদের দেশ ত্যাগ করতে হয়েছে। ইতিহাস সাক্ষ্যদেয় মুসলমানরা ৩শ’ ৫৩বছর আরকান রাজ্য গৌরবের সাথে শাসন করেছে। সুচি মিথ্যাচার করছে। রোহিঙ্গা মুসলমানরা তাদের ঈমানী পরিক্ষা দিয়েছে। নির্মম নির্যাতনে তারা তাদের নিজ জন্ম-ভূমি ছেড়ে বাংলাদেশে হিজরত করেছে কিন্তুু তারা তাদের ঈমানের প্রতি দৃঢ়তা দেখিয়েছে। রোহিঙ্গা মুসলিম গোষ্ঠি মাথানত করেনি ওই নিষ্ঠুরদের কাছে। ইসলামকে কলংকিত করেনি রোহিঙ্গা মুসলমানরা। রোহিঙ্গা মুসলমানরা জীবন দিয়ে প্রমান করেছে একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে তারা মাথা নত করেনা। বাংলাদেশ সরকার আজকে এদেশে তাদেরকে আশ্রয় দিয়ে ঈমানি দায়িত্ব ও মানবিকতা প্রকাশ করেছে। এদেশের তৌহিদী জনতা ও আলেম-ওলামাগন অবশ্যই রোহিঙ্গা মুসলমানদের পাশে থাকবে।
প্রখ্যাত আলেমেদ্বীন শায়খুল হাদীস আল্লামা আবদুল লতিফের সভাপতিত্বে গত মঙ্গলবার মাদ্রাস মাঠে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে ঢাকা উত্তরার গাছুল আজম জামে মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য কাজী আবু কাউছার, মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি আমজাদ হোসাইন, কুমিল্লার সুধন্যপুর দারুল উলুম মাদ্রাসার মুতামিম মাওলানা মুফতি মুস্তাকুন্নবী, ঢাকার ডেমরা জামে মসজিদের খতিব মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশ বরেন্য আলেম ওলামাগণ বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন