রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিল্লাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত দিনগত রাত ২টার দিকে গোলাগুলির ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানা উপ-পরিদর্শক (এসআই) নাগেন্দ্র কুমার দাস গণমাধ্যমকে জানান, শেখের জায়গা এলাকায় পুলিশের সঙ্গে ডাকাতদলের গোলাগুলি হয়। এতে বিল্লাল নামে এক ডাকাত গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এই ঘটনায় তাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন